তিতাসের এক বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, প্রতিটি প্রিপেইড মিটারের জীবনকাল (লাইফ) ১০ বছর বিবেচনা করে এর দাম, স্থাপনের ব্যয়, ওয়েব সিস্টেম, মিটার ও সার্ভার রক্ষণাবেক্ষণ ব্যয় ইত্যাদি বাবদ প্রতিটি মিটারের দাম ২৫ হাজার টাকা। তিতাস ঋণ নিয়ে এসব মিটার বসিয়েছে।
মিটারের পুরো দাম একসঙ্গে না নিয়ে গ্রাহকদের সুবিধার্থে মাসে মাসে সমন্বয় করা হয় বলে জানায় তিতাস।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রাহকদের সুবিধার্থে সরকার আবাসিক গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৮ টাকা আগেই নির্ধারণ করেছে। কিন্তু ২০২৩ সালে দেশে উৎপাদিত গ্যাস ও আমদানি করা এলএনজির মিশ্রিত মূল্য গড়ে প্রতি ঘনমিটারে ১৮ টাকার চেয়ে অনেক বেশি।
আবাসিক খাতে প্রতি ঘনমিটার গ্যাসের বিপরীতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে এবং গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি অবান্তর বলেও উল্লেখ করেছে তিতাস।
অর্থসংবাদ/এমআই