গ্যাসের মিটারে দ্বিগুণ ভাড়ার ব্যাখ্যায় যা বললো তিতাস

গ্যাসের মিটারে দ্বিগুণ ভাড়ার ব্যাখ্যায় যা বললো তিতাস
তিতাস গ্যাসের আবাসিক প্রিপেইড মিটার ভাড়া সম্প্রতি ২০০ টাকা করা হয়েছে, যা এত দিন ছিল ১০০ টাকা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোবাংলার আওতাধীন সব গ্যাস বিতরণ কোম্পানির আবাসিক প্রি-পেইড মিটারের মাসিক ভাড়া চলতি জানুয়ারি মাস থেকে ২০০ টাকা করা হয়েছে।

তিতাসের এক বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, প্রতিটি প্রিপেইড মিটারের জীবনকাল (লাইফ) ১০ বছর বিবেচনা করে এর দাম, স্থাপনের ব্যয়, ওয়েব সিস্টেম, মিটার ও সার্ভার রক্ষণাবেক্ষণ ব্যয় ইত্যাদি বাবদ প্রতিটি মিটারের দাম ২৫ হাজার টাকা। তিতাস ঋণ নিয়ে এসব মিটার বসিয়েছে।

মিটারের পুরো দাম একসঙ্গে না নিয়ে গ্রাহকদের সুবিধার্থে মাসে মাসে সমন্বয় করা হয় বলে জানায় তিতাস।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রাহকদের সুবিধার্থে সরকার আবাসিক গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৮ টাকা আগেই নির্ধারণ করেছে। কিন্তু ২০২৩ সালে দেশে উৎপাদিত গ্যাস ও আমদানি করা এলএনজির মিশ্রিত মূল্য গড়ে প্রতি ঘনমিটারে ১৮ টাকার চেয়ে অনেক বেশি।

আবাসিক খাতে প্রতি ঘনমিটার গ্যাসের বিপরীতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে এবং গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি অবান্তর বলেও উল্লেখ করেছে তিতাস।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা