গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আনন্দবাজারে এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গণে ২০২৪-২৫ বর্ষের কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শরিফ উল্লাহ ভুঁইয়া।
হারুন-ছিদ্দিকুরের নেতৃত্বাধীন ‘মূলধারা প্যানেলের’ সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অধ্যাপক শরীফ আহমেদ ও অধ্যাপক মো. হাকিম আরিফ নেতৃত্বাধীন ‘মুক্তিবুদ্ধি চর্চা’ প্যানেল। এই প্যানেল চারটি সদস্যপদে জিতেছে।
এশিয়াটিক সোসাইটির এই নির্বাচনে ‘মূলধারা প্যানেল’ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি হাফিজা খাতুন, সাজাহান মিয়া ও ইয়ারুল কবির, সম্পাদক মো. আবদুর রহিম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মজিদ। এই প্যানেল থেকে সদস্যপদে জিতেছেন মাহবুবা নাসরিন, মো. লুৎফর রহমান, আশা ইসলাম নাঈম, আবদুল বাছির, নাজমা খান মজলিস ও সাব্বির আহমেদ। অন্যদিকে ‘মুক্তিবুদ্ধি চর্চা’ প্যানেল থেকে জয়ী চারজন হলেন এ কে এম গোলাম রব্বানী, সাদেকা হালিম, মো. আবদুল করিম ও শুচিতা শারমিন।
এই নির্বাচনে এশিয়াটিক সোসাইটির ১ হাজার ৩০০ জন সদস্যের মধ্যে ৮২৪ জন ভোট দেন। নির্বাচন পরিচালনা করে চার সদস্যের নির্বাচন কমিশন।
অর্থসংবাদ/এমআই