8194460 এশিয়াটিক সোসাইটির সভাপতি হারুন, সম্পাদক ছিদ্দিকুর - OrthosSongbad Archive

এশিয়াটিক সোসাইটির সভাপতি হারুন, সম্পাদক ছিদ্দিকুর

এশিয়াটিক সোসাইটির সভাপতি হারুন, সম্পাদক ছিদ্দিকুর
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক হারুন-অর-রশিদ। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তাঁদের দুজনের নেতৃত্বাধীন ‘মূলধারা প্যানেল’ এশিয়াটিক সোসাইটির ১৭টি পদের মধ্যে ১৩টি পদে জয় লাভ করেছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আনন্দবাজারে এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গণে ২০২৪-২৫ বর্ষের কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শরিফ উল্লাহ ভুঁইয়া।

হারুন-ছিদ্দিকুরের নেতৃত্বাধীন ‘মূলধারা প্যানেলের’ সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অধ্যাপক শরীফ আহমেদ ও অধ্যাপক মো. হাকিম আরিফ নেতৃত্বাধীন ‘মুক্তিবুদ্ধি চর্চা’ প্যানেল। এই প্যানেল চারটি সদস্যপদে জিতেছে।

এশিয়াটিক সোসাইটির এই নির্বাচনে ‘মূলধারা প্যানেল’ থেকে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি হাফিজা খাতুন, সাজাহান মিয়া ও ইয়ারুল কবির, সম্পাদক মো. আবদুর রহিম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মজিদ। এই প্যানেল থেকে সদস্যপদে জিতেছেন মাহবুবা নাসরিন, মো. লুৎফর রহমান, আশা ইসলাম নাঈম, আবদুল বাছির, নাজমা খান মজলিস ও সাব্বির আহমেদ। অন্যদিকে ‘মুক্তিবুদ্ধি চর্চা’ প্যানেল থেকে জয়ী চারজন হলেন এ কে এম গোলাম রব্বানী, সাদেকা হালিম, মো. আবদুল করিম ও শুচিতা শারমিন।

এই নির্বাচনে এশিয়াটিক সোসাইটির ১ হাজার ৩০০ জন সদস্যের মধ্যে ৮২৪ জন ভোট দেন। নির্বাচন পরিচালনা করে চার সদস্যের নির্বাচন কমিশন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা