কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ আছে। যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীদের জানায় পুরনো নামের মিথুন নিটিং। এছাড়া, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (সিইপিজেড) কর্তৃপক্ষ কোম্পানিকে দেওয়া প্লটের বরাদ্দ ও চুক্তি বাতিল করে।
বিষয়গুলো খতিয়ে দেখতে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। তবে তদন্ত কমিটির প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশ না করায় কোম্পানিটি শেয়ার প্রতি আয়, ক্যাশ ফ্লো ও এনএভি প্রকাশ করতে পারেনি বলে তাদের প্রান্তিক সংক্রান্ত প্রতিবেদনে জানিয়েছে।
অর্থসংবাদ/এমআই