বিশ্ব ইজতেমায় ১০ জনের মৃত্যু

বিশ্ব ইজতেমায় ১০ জনের মৃত্যু

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম ধাপে এক পুলিশ সদস্যসহ ইজতেমায় ১০ মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।


তিনি বলেন, শনিবার পর্যন্ত ময়দানে আসা তিন মুসল্লির মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত কারণসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে তারা মারা যান।


মৃত ব্যক্তিরা হলেন শেরপুরের সদরের জুগনিবাগ গ্রামের নওশের আলী (৬৫), ভোলার সামানদার গ্রামের আব্দুল কাদের (৫৫) এবং নেত্রকোণার সদরের কালিয়াঝুড়ি এলাকার স্বাধীন (৪৫)। এর আগে বুধবার ও বৃহস্পতিবার মারা গেছেন চারজন। এছাড়া ময়দানে আসার সময় এক পুলিশ সদস্যসহ তিনজনের মৃত্যু হয়।


বিশ্ব ইজতেমা ময়দানে মারা যাওয়া বাকি মুসল্লিরা হলেন নেত্রকোনার সদর থানার কুমারী বাজার গ্রামের আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া এখলাস মিয়া (৬৮), ভোলার ভোল্লা গ্রামের শাহ আলম (৬০), জামালপুরের তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের মতিউর রহমান (৬০), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জের সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০) ও ইজতেমায় আসার পথে বাসচাপায় নিহত পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০)।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা