বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে আসছেন না প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে আসছেন না প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন থাকায় আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় পরদর্শনে আসছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।


আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।


বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সংসদ অধিবেশন আছে, এ কারণে আগামীকাল প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে আসছেন না।


এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী আসবেন এ কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছিল। মন্ত্রণালয়ের গেটসহ বিভিন্ন স্থানে সাজসজ্জা করার কার্যক্রম নেওয়া হয়। তবে আজ জানতে পারলাম সংসদ অধিবেশন থাকায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে আসছেন না।


প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে আসবেন এমন তথ্যের ভিত্তিতে সোমবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে কর্মকর্তাদের ছয়টি নির্দেশনা মেনে চলার নির্দেশা দেওয়া হয়।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা