তথ্যবিবরণীতে জানানো হয়, চলতি মৌসুমে কৃষকদের রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এদিকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এখনও শীত ঠিকমতো শেষ হওয়ার আগেই এমন পরিস্থিতি অনেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই মূলত মন্ত্রণালয় থেকে কৃষকদের এই ৮ ঘণ্টা সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অর্থসংবাদ/এমআই