বিমানযাত্রীদের সেবায় নতুন বাস আনছে বিআরটিসি

বিমানযাত্রীদের সেবায় নতুন বাস আনছে বিআরটিসি
বিদেশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীদের ঢাকা শহরের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার জন্য নতুন ডিজাইনের বাস তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বিশেষ সুবিধা সম্বলিত এই বাসের একপাশে থাকবে লাগেজ রাখার জায়গা। আর অন্যপাশে থাকবে যাত্রীদের বসার আসন।

সম্প্রতি বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বিমানবন্দর থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী পরিবহন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আমাকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, আধুনিক পরিবহন ব্যবস্থার মধ্যে দ্রুত বিমানবন্দর থেকে ঢাকার বিভিন্ন স্থানে যাত্রী পরিবহন করার ব্যবস্থা গ্রহণ করতে।

তাজুল ইসলাম বলেন, আমরা বিশেষ ডিজাইনের ৪টি গাড়ি বানাবো। গাড়িগুলোর একপাশে লাগেজ রেখে অন্যপাশে যাত্রীরা বসতে পারবেন। বাসগুলো আধুনিক হবে।

গাড়িগুলোর রুট প্রাথমিকভাবে বিমানবন্দরের ভেতর থেকে মেট্রোরেল স্টেশন, গুলিস্থানসহ ২/১টি স্টেশন ধরে আমার এই কানেক্টিং সেবাটা দেবো। বিআরটিসির বাসে করে তারা বিমানবন্দর থেকে সেবাটা পাবে ইউরোপের মতো। এই বাস আগামী ২ মাসের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা