চীনে আর্জেন্টিনার দুই ম্যাচ বাতিল

চীনে আর্জেন্টিনার দুই ম্যাচ বাতিল
আগামী মাসে চীনের হাংজুতে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ বাতিলের পর আইভরিকোস্ট ম্যাচ নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। সেই শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। হাংজুর পর এবার বেইজিংয়ে আইভরিকোস্টের সঙ্গে নির্ধারিত ম্যাচটিও বাতিল ঘোষণা করা হয়েছে।

হংকংয়ে লিওনেল মেসির না খেলাকে কেন্দ্র করে তৈরি হওয়া ক্ষোভের কারণেই মূলত বাতিল হলো আর্জেন্টিনার এই সফর। চীনে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস বলেছে, ‘এই ঘটনার প্রভাব খেলাধুলার সীমাকে ছাড়িয়ে গেছে।’ কোপা আমেরিকার আগে গুরুত্বপূর্ণ দুটি প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় বড় ধাক্কাই খেল আর্জেন্টিনা।

হংকং একাদশের বিপক্ষে মেসির ইন্টার মায়ামির খেলা দেখতে গত রোববার জড়ো হয়েছিল ৩৮ হাজারের বেশি দর্শক। কিন্তু শেষ পর্যন্ত চোটের কারণে সেদিন আর মাঠে নামেননি মেসি। এই ঘটনায় ক্ষোভ জানান মাঠে আসার দর্শকেরা। তবে পরিস্থিতি আরও খারাপ হয় জাপানে গিয়ে ভিসেল কোবের বিপক্ষে মেসি ৩০ মিনিট খেলার পর।

এই ঘটনা হংকং ফুটবলপ্রেমীদের আরও খেপিয়ে দেয়। এমনকি হংকং সরকারও বিষয়টি নিয়ে ইন্টার মায়ামির কাছে ব্যাখ্যা চায়, যার প্রভাবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার চীন সফরই বাতিল হয়ে গেল। এক বিবৃতিতে বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, ‘লিওনেল মেসি যে ম্যাচটিতে অংশ নেবেন, বেইজিং এই মুহূর্তে সেই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে না।’

এর আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক ঘোষণায় নাইজেরিয়া ও আইভরিকোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা জানায়। ১৮ মার্চ হাংজুর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রথম ম্যাচ খেলার কথা ছিল নাইজেরিয়ার বিপক্ষে এবং ২৬ মার্চ মঙ্গলবার বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে আইভরিকোস্টের মুখোমুখি হওয়ার কথা ছিল ২০২২ বিশ্বকাপজয়ী দলটির।

জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকার আগে প্রস্তুতির জন্য এ দুই ম্যাচকে পাখির চোখ করেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এখন চীন সফর বাতিল হওয়ায় বেশ বিপাকেই পড়ল আর্জেন্টিনা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের