এসএমইতে অধিকাংশ কোম্পানির দরবৃদ্ধি, বেড়েছে লেনদেন

এসএমইতে অধিকাংশ কোম্পানির দরবৃদ্ধি, বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোমবার (১২ ফেব্রুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৩৬ দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ২৬১ পয়েন্টে।


এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে ১৩টির দর বেড়েছে। বাকি ৪ কোম্পানির দর আজ কমেছে।


আজ এসএমইতে ৬৪ লাখ ৬৫ হাজার ৮১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ১১ লাখ ৯৭ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৯৯ লাখ ৭৮ হাজার টাকা।


আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্টার এডহেসিভ লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ৮ লাখ ০৯ হাজার ৪৬৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ৫ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা।


সোমবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সা।


অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে ওয়ান্ডারল্যান্ড টয়েস লিমিটেডের। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ১ দশমিক ৭০ শতাংশ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন