খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইগার্স। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ।


এবারের বিপিএলে বাজে অবস্থায় রয়েছে ঢাকা। জয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ছন্দ হারিয়েছে রাজধানীর দলটি। টানা ৯ হারের তেঁতো স্বাদ পেয়েছে ঢাকা। ১০ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানীতে রয়েছে তারা।


অন্যদিকে দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছিল খুলনা। প্রথম চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছিল এনামুল হক বিজয়ের দল। তবে এরপর টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখেছে দলটি। ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে খুলনা।


ঢাকার একাদশ: নাইম শেখ, অ্যাডাম রসিংটন, সাইফ হাসান, সেন উইলিয়ামস, অ্যালেক্স রস, চতুরাঙ্গ ডি সিলভা,ইরফান শুক্কুর, মোসাদ্দেক সৈকত, তাসকিন আহমেদ (অধিনায়ক), শরিফুল ইসলাম, আলাউদ্দিন বাবু।


খুলনার একাদশ: এভিন লুইস, এনামুল হক বিজয় (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, ওয়ায়েন পার্নেল, মুকিদুল ইসলাম, আরিফ আহমেদ, শাই হোপ, পারভেজ হোসেন ইমন, নাহিদুল ইসলাম, ওশান থমাস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের