ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (১৯ ফেব্রুয়ারি) সাফকো স্পিনিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খান ব্রাদার্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ৬৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সেন্ট্রাল ফার্মা।
সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিকদার ইন্স্যুরেন্স, আফতাব অটো, ইনটেক লিমিটেড, এনভয় টেক্সটাইল, মিথুন নিটিং, ফু-ওয়াং সিরামিক এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অর্থসংবাদ/এমআই
 
                         
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                