ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আফতাব অটোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৮৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিথুন নিটিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ২৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ১৪ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খুলনা প্রিন্টিং।
মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, ফ্যামিলি টেক্সটাইল, ব্যাংক এশিয়া, ফু-ওয়াং সিরামিক, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ড এবং বিডি থাই।
অর্থসংবাদ/এমআই