২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণার পরও দাম কমেছে ওয়ালটনের

২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণার পরও দাম কমেছে ওয়ালটনের
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার হোল্ডারদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিলেও রোববার কোম্পানিটির শেয়ার দর কমেছে।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৭৫৫ টাকা ৮০ পয়সায় বিক্রি হয়। গত শনিবার এই কোম্পানির বোর্ড মিটিংয়ে ২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণার পর রোববার সর্বশেষ লেনদেন হয়েছে ৬৮৮ টাকা ৬০ পয়সা। অর্থাৎ দাম কমেছে ৬৭ টাকা ২০ পয়সা।

জানা যায়, চলতি বছরে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে শেয়ার ছাড়ে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরিতে বিনিয়োগকারীরা ২০ টাকা পাবেন। সাধারণ বিনিয়োগকারীরা ২০ টাকা পেলেও উদ্যোক্তারা পাবেন ৭ টাকা বা ৭৫ শতাংশ লভ্যাংশ।

এদিকে তালিকাভুক্ত নতুন কোম্পানি হিসেবে ২০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করার পরও এই শেয়ারে ক্রেতাদের আগ্রহ কম থাকায় কিছুটা মিশ্র পতিক্রিয়া দেখা গেছে বাজারে। সংশ্লিষ্টরা ইতিবাচক-নেতিবাচক উভয়ই ভাবছেন।

কোম্পানি সূত্রে জানা গেছে, ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪ টাকা ২১ পয়সা এবং চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৪ টাকা ৪৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

পুঁজিবাজারে এ কোম্পানির ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ার আছে। এর মধ্যে ৯৯ দশমিক শূণ্য ৩ শতাংশ আছে পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৪৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে মাত্র দশমিক ৫২ শতাংশ শেয়ার।

কোম্পানিটির বর্তমান বাজার মূলধন ২২ হাজার ৮৯৫ কোটি ৩২ লাখ টাকা। পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯৩ লাখ টাকা। আর রিজার্ভের পরিমাণ ৬ হাজার ৯৯৮ কোটি টাকা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন