শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন।
ঢাবিতে ভর্তিতে আসন সংখ্যা বাড়বে কি না, এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, আমাদের দেশে পঞ্চাশের অধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আছে। শিক্ষার্থীরা যারা উচ্চশিক্ষা নিতে চায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করছেন, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে যারা ভর্তির সুযোগ না পাবে, তারা যেন অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।
তিনি বলেন, একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ের কথা যখন বলা হবে, সেখানে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বিবেচনায় রেখে স্নাতক পর্যায়ে কতজন ভর্তি করা হবে সেটা নির্ধারণ করতে হবে।
২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে স্নাতক পর্যায়ে ভর্তিতে ১ হাজার ১১৩টি আসন কমিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অপ্রতুল বাজেট, আবাসন ব্যবস্থার তীব্র সংকট, ক্লাসরুম সংকট ও বর্তমান চাকরির বাজারে কিছু বিভাগের অপ্রাসঙ্গিকতা বিবেচনায় আসন সংখ্যা আরও কমানোর দাবি করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য আসন আরও কমানোর ইঙ্গিত দিলেন।
অর্থসংবাদ/এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                