আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

আজীবন সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস নামের একটি সংগঠন থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। সংস্থাটি ‘বাইফা অ্যাওয়ার্ড’ নামের এক আয়োজনের মধ্য দিয়ে এই সংগীতসাধিকাকে সম্মাননা জানাবে।


আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২ মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় বাইফা অ্যাওয়ার্ড। এই আসরের মাধ্যমেই প্রথমবারের মতো আজীবন সম্মাননা ক্যাটাগরী যুক্ত হয়েছে। আর সেই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে।


অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবার পপুলার ও জুরি- দুই বিভাগে মোট ৪৫টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদাণ করা হবে। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, মিউজিক ভিডিও, নাচ এবং আবৃত্তিতে সেরা শিল্পীদের পুরস্কৃত করা হবে।


বাইফা’র আয়োজক সূত্রে জানা যায়, এবার পুরস্কার দেওয়ার জুরি বোর্ডের দায়িত্বে আছেন অভিনেত্রী রোজিনা, সংগীতশিল্পী খুরশিদ আলম, ফেরদৌস আরা, অভিনয়শিল্পী আজিজুল হাকিম, তানভীন সুইটি, চিত্রনাট্যকার ও নির্মাতা জিনাত হাকিম এবং নৃত্যশিল্পী দীপা খন্দকার।


পুরস্কার প্রদানের পাশাপাশি আয়োজনে থাকছে জনপ্রিয় তারকাদের নাচ ও গানের পরিবেশনা। পারফর্ম করবেন তানজিন তিশা, তমা মির্জা, হৃদি শেখ, দীঘি, জেফার রহমান, ইমন চৌধুরী, আলেয়া বেগম ও শিবলু। মূল অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা আবদুন নূর সজল এবং অভিনেত্রী-উপস্থাপক মাসুমা রহমান নাবিলা।


রেড কার্পেট উপস্থাপনা করবেন বারিষা হক ও ইমতু রাতিশ।


অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার