আগামী ২৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ওয়াগনার ওই দুই টেস্টের একাদশে তাকে না রাখার অনুরোধ করেছেন। দলে থাকলেও এখন তাকে ছেড়ে দেবে কিউই ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তিতে ওয়াগনার বলেছেন, ‘যেখানে এতো সময় দিয়েছি এবং এতো কিছু পেয়েছি সেখান থেকে সরে যাওয়া সহজ নয়। কিন্তু দলের জন্য এটা এগিয়ে যাওয়ার সময়।’
তিনি বলেন, ‘আমি ব্ল্যাক ক্যাপসদের হয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই দলের হয়ে যা কিছু অর্জন করেছি তার জন্য গর্বিত। সতীর্থদের আমি ধন্যবাদ দিতে চাই, এতো বছরের বন্ধুত্ব তাদের সঙ্গে। যা অসাধারণ ছিল। আমার কাছে সতীর্থরাই আমার পৃথিবী।’
অর্থসংবাদ/এমআই