ভবন মালিককে তিন বার নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস: মহাপরিচালক

ভবন মালিককে তিন বার নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস: মহাপরিচালক
রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভবন মালিককে তিন বার নোটিশও দিয়েছিল ফায়ার সার্ভিস- এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ওই ভবনের সামনে তিনি এ কথা জানান।

মাইন উদ্দিন বলেন, ওই ভবনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। মানুষের আসা-যাওয়ার জন্য কেবল একটি ছোট সিঁড়ি ছিল। রুটিন মনিটরিংয়ের অংশ হিসেবে এর আগে এই ভবন মালিককে তিন বার নোটিশও দিয়েছিল ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের সময় মানুষ যে কক্ষে আশ্রয় নিয়েছিলেন, সেখানে কোনো জানালা ছিল না বলেও উল্লেখ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

তিনি আরও জানান, ভবনটির নিচতলার একটি সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা