লংকাবাংলা সিকিউরিটিজের কর্মীদের নিয়ে বিআইসিএমের পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ

লংকাবাংলা সিকিউরিটিজের কর্মীদের নিয়ে বিআইসিএমের পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের কর্মকর্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ‘ফান্ডামেন্টালস অব ক্যাপিটাল মার্কেট’ বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করেছে।


শনিবার (০২ মার্চ) বিকেলে এই প্রশিক্ষণ প্রোগ্রামের ১ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি মো. নজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফফাত রেজা।


বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইসিএমের প্রভাষক ফাইমা আক্তার।


এর আগে, লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ও বিআইসিএম ‘সার্টিফিকেট কোর্স অন ফান্ডামেন্টালস অব ক্যাপিটাল মার্কেট’ বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনার জন্য ০২ বছরের একটি ট্রেইনিং সার্ভিস এগ্রিমেন্ট স্বাক্ষর করে। উক্ত প্রোগ্রামের প্রথম ব্যাচের প্রশিক্ষণ প্রোগ্রামটি আজ সম্পন্ন হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমএসএফ’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি মো. নজিবুর রহমান বলেন, বিআইসিএম সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আয়োজন করে থাকে। বিআইসিএম কর্তৃক আয়োজিত এ ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্টদের পেশাগত জ্ঞান আরো সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বিশেষ অতিথির বক্তব্যে লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফফাত রেজা বলেন, পুঁজিবাজারে কমোডিটি এক্সচেঞ্জসহ অনেক নতুন প্রোডাক্ট আসছে। এসব প্রোডাক্ট সম্পর্কে জানতে প্রশিক্ষণের বিকল্প নাই। এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য তিনি বিআইসিএমকে ধন্যবাদ জানান।


শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস বলেন, জীবনের যেকোনো কাজে প্রশিক্ষণের প্রয়োজন। প্রশিক্ষণের যেমন কোন বিকল্প নাই, ঠিক তেমনি ক্যাপিটাল মার্কেটের মত গুরুত্বপূর্ণ সেক্টরে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।


সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ তারেক বলেন, ২০৪১ এর ভিশন অর্জনের জন্য পুঁজিবাজারের ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে পুঁজিবাজার বিষয়ক শিক্ষার জন্য জন্য বিআইসিএম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


অনুষ্ঠানে বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রশিক্ষণ প্রোগ্রামের সমাপনী দিনে বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক ও বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের সমন্বয়কারী কাশফীয়া শারমিন ও ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের আইসিটি ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক এ এন এম হাসানুল করিম। এসময় ইনস্টিটিউটের প্রভাষক মো. আদনান আহমেদ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন