কারিগরি শিক্ষা মাদ্রাসাসহ সবার জন্যই প্রযোজ্য: শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষা মাদ্রাসাসহ সবার জন্যই প্রযোজ্য: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কারিগরি শিক্ষা শুধুমাত্র মাদ্রাসা পর্যায়ের জন্য নয়, এটা সবার জন্যই প্রযোজ্য। এখানে প্রশিক্ষকের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে যারা ডিপ্লোমা শিক্ষার্থীরা রয়েছেন, তাদেরকে কীভাবে প্রশিক্ষিত করতে পারি, সে বিষয়ে কাজ চলছে।


রবিবার (৩ মার্চ) ওসমানী মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন অনুষ্ঠানে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা অনেক বিষয়ই তুলে এনেছেন। তবে ভালো দিক হচ্ছে, আমাদের নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে তারা কোনো নেতিবাচক অভিজ্ঞতার কথা জানাননি। অর্থাৎ মাঠপর্যায়ে প্রান্তিক অভিভাবক ও শিক্ষকরা নতুন কারিকুলামকে সাদরে গ্রহণ করেছেন।


তিনি বলেন, কারিগরি শিক্ষায় সচেতনতা বৃদ্ধি করার কথা তারা উল্লেখ করেছেন। শিক্ষায় এখন যে ব্যবস্থাপনা গড়ে উঠেছে, তার সাথে জেলা প্রশাসনের একটা সমন্বয় গড়ে ওঠে, সে বিষয়টিও উঠে এসেছে।


মহিবুল হাসান চৌধুরী বলেন, যেখানে নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে, কমিটি থাকুক বা না থাকুক, পুলিশ তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। অনেক ক্ষেত্রে এটা হয় যে কমিটি তদন্ত করছে, এই অজুহাতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা