বিশ্বের সবচেয়ে বড় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ডাউন হয়ে গেছে। একই সঙ্গে ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় পুরো বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে।
ব্যবহারকারীরা জানিয়েছেন, তারা ফেসবুকের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসে ঢুকতে পারছেন না। তারা অভিযোগ করেছেন, হঠাৎ করে তাদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে গেছে এবং এরপর আর ঢুকতে পারছিলেন না। অপরদিকে ইনস্টাগ্রাম কোনো কাজই করছে না।
মেটার পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি বলে জানিয়েছে দ্য ইনডিপেনডেন্ট।
ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে দেখা গেছে, অনেক মানুষ সেখানে ফেসবুক ডাউনের ব্যাপারে রিপোর্ট করছেন।
মেটার বাণিজ্য পণ্য বিষয়ক একটি পেইজ আছে, যার মধ্যে রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি। ওই পেইজের মাধ্যমে বোঝা গেছে, তাদের সবকিছু ঠিকঠাকমতো কাজ করছে।
তবে মেটার জনপ্রিয় হোয়াটসঅ্যাপ ঠিকঠাক মতো কাজ করছে।
 
                         
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                