সয়াবিন তেল নির্ধারিত দামে পাওয়া না গেলে ব্যবস্থা: বাণিজ্য প্রতিমন্ত্রী

সয়াবিন তেল নির্ধারিত দামে পাওয়া না গেলে ব্যবস্থা: বাণিজ্য প্রতিমন্ত্রী
বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমায় দেশেও সমন্বয় করা হয়েছে। কিন্তু মুদি বাজারে দাম কমার কোন আলামত দেখা যায়নি। ফলে বাজারে নির্ধারিত দামে তেল পাওয়া না গেলে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, বাজারে ১৬৩ টাকায় বোতলজাত সয়াবিন তেল এবং ১৪৯ টাকায় খোলা তেল পাওয়া না গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডি-৮-এর সুপারভাইজরি কাউন্সিলের ৭ম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাজারে গিয়ে যদি দেখেন— ১৬৩ টাকা মূল্যের তেল নেই তাহলে আমাদের জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ১ তারিখ থেকে সবগুলো ফ্যাক্টরিতে ১৬৩ টাকা দরে প্রতিটা সয়াবিন তেল বাজারজাত হচ্ছে এটা আমার নিশ্চিত করেছি। আমাদের মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে। আশা করি ভোক্তারা এটা সুবিধা পাওয়া শুরু করছে।
তিনি জানান, বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকা এবং খোলা তেল ১৫৯ টাকায় বিক্রি শুরু হয়েছে। আপনারা ২-৩ দিন অথবা ৭ দিন আগে বাজারে গিয়ে পাননি কিন্তু এখন পাবেন।

তিনি বলেন, আমাদের একটা সুগার মিলে আগুন ধরেছে। অবশ্যই এটা একটা দুঃখজনক ঘটনা। এখানে ৩০ হাজার মেট্রিক টনের মতো ক্ষতি হয়েছে। এটা ওভার অল বাজারে কোনো ইম্প্যাক্ট পড়বে না। গতকাল রাত থেকে এ বিষয়টা নজরদারিতে আছে। আমাদের বিভিন্ন এজেন্সি কাজ করছে। আজ বিকেলের মধ্যে সবগুলো ফ্যাক্টরির প্রতিবেদনও পেয়ে যাব। আমি এতোটুকু অশ্বস্ত করতে পারি এই একটি ফ্যাক্টরিতে আগুন লাগার কারণে সাপ্লাই চেইন ব্যাহত হবে না।

প্রতিমন্ত্রী বলেন, কেউ যদি এটা সুযোগ হিসেবে নিয়ে কিছু করতে চায় তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। প্রাকৃতিক এই আগুনকে পুঁজি করে কেউ যেন ব্যবসা করতে না পারে সে ব্যাপারে আমরা শক্ত হস্তে ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, অত্যন্ত অল্প পরিমাণে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা কোম্পানির জন্য অনেক বড় ক্ষতি। কিন্তু বাজারে প্রভাব পড়ার মতো কোনো ক্ষতি হয়নি। খোলা বাজারে চিনির সাপ্লাই এবং দামে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান