বুধবার (৬ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানায়।
সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট এ্যাট আর্মস সাব্বির আহমেদ খান ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে তার সফর সঙ্গী হয়েছেন।
উল্লেখ্য, ফ্রান্স সফর শেষে স্পিকার ও তার সফর সঙ্গীরা আগামী ১০ থেকে ১২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভ্রমণ শেষে স্পিকার আগামী ১৫ মার্চ দেশে ফিরবেন।
অর্থসংবাদ/এমআই