পার্বত্য চট্টগ্রামের সবখানেই নিরাপত্তা আছে: কুজেন্দ্র লাল

পার্বত্য চট্টগ্রামের সবখানেই নিরাপত্তা আছে: কুজেন্দ্র লাল
পার্বত্য চট্টগ্রামে কোথাও অনিরাপত্তা নেই। বরং সবখানেই নিরাপত্তা আছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, এ অঞ্চলে প্রচুর বিদ্যুৎ ও পানির সমস্যা রয়েছে। এজন্য সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ ও পানির জন্য প্রকল্প নেওয়া হয়েছে।

বুধবার (০৬ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় ও শেষ অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, জেলা প্রশাসকরা বিদ্যুতের বিষয়ে বেশি বলেছেন। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের কথা বলেছেন। সেসব অঞ্চলে যারা বিদ্যুৎ থেকে বঞ্চিত তাদের কাছে কীভাবে বিদ্যুৎ পৌঁছানো যায় সে বিষয়ে আলোচনা করেছেন। এটা পার্বত্য চট্টগ্রামের চলমান কার্যক্রম।

তিনি বলেন, জাতীয় বিদ্যুৎগ্রেডের আওতায় যেসমস্ত অঞ্চলে আগামী ২০ থেকে ২৫ বছরে বিদ্যুৎ যাবে না। সেখানে আমরা সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করছি। এ পর্যন্ত ৫৫ হাজার পরিবারকে সোলারের মাধ্যমে বিদ্যুৎ সেবার আওতায় আনা হয়েছে। এছাড়া এ এলাকায় পানির সংকট ব্যাপক। সেখানে হাটে, বাজারেসহ যেখানে যেখানে পানির সমস্যা সেখানে পানি দেওয়ার জন্য প্রকল্প চলমান রয়েছে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে অনেক পাহাড় পর্বত সেটা আপনারা সবাই জানেন। প্রাকৃতিক যে পানির উৎস সেটা শুকিয়ে গেছে, কিছু বনাঞ্চল ধ্বংস হয়েছে সব মিলিয়ে কিছু সমস্যা আছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা