সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনায় বাংলাদেশ-ভিয়েতনাম

সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনায় বাংলাদেশ-ভিয়েতনাম

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করেছে দুই দেশ।


মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন মান কুঅং সৌজন্য সাক্ষাতে আকাশপথের যোগাযোগ নিয়ে এই আলোচনা করেন।


বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বেবিচকের উপ-পরিচালক (পার্সোনেল) ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দু’দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ়করণসহ এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি, বিদ্যমান এয়ার সার্ভিস চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হয়।


দুইজনের আলোচনায় উঠে আসে- দু’দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা চালু করা সম্ভব হলে বাণিজ্যিক ও পর্যটন খাতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে, যা দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। বিমান চলাচল চুক্তি নবায়নের বিষয়ে শীঘ্রই একটি কনসালটেশন সভা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।


আলোচনা শেষে বন্ধুপ্রতিম দুটি দেশের সিভিল এভিয়েশন ও বিমান পরিবহন সংস্থাগুলোর মধ্যে বিমান চলাচলের ক্ষেত্রে যোগাযোগ সহসাই বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা