ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে সেন্ট্রাল ফার্মার ১৮৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ দশমিক ৫২ শতাংশ।
দরপতনের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা এপিএসসিএল নন-কনভার্টেবল বন্ডের শেয়ারদর কমেছে ১৮ দশমিক ৫২ শতাংশ। আর শেয়ারের দাম ১৬ দশমিক ৯০ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে এএফসি এগ্রো বায়োটেক।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ৩৯ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ১৫ শতাংশ, মিথুন নিটিংয়ের ১৪ দশমিক ৯১ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১৩ দশমিক ৫২ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১৩ দশমিক ১৭ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালসের ১২ দশমিক ৭৬ শতাংশ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১২ দশমিক ৬৯ শতাংশ শেয়ারদর কমেছে।
অর্থসংবাদ/এমআই