সভায় ২০২২-২০২৩ অর্থবছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও প্রতিবেদনগুলো অনুমোদন করা হয়। এছাড়া পরবর্তী অর্থবছরের জন্য কোম্পানিটির নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিতোষিক নির্ধারণ করা হয়। পাশাপাশি কোম্পানির নাম সংশোধন করে ‘সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ পিএলসি’ করার অনুমোদন দেয়া হয় এজিএমে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল কাউন্টারপার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান। সিসিবিএল’র পরিচালক এ.কে.এম নূরুল ফজল বুলবুলের পবিত্র কোরআন তেলাওয়াত ও কোম্পানি চেয়ারম্যানের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
এ সময় সিসিবিএল পর্ষদের পরিচালক মন্ডলীর সদস্যবৃন্দ এবং শেয়ার হোল্ডারদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এমআই