হিলিতে রসুনের দাম কেজিতে কমলো ৬০ টাকা

হিলিতে রসুনের দাম কেজিতে কমলো ৬০ টাকা

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে রসুনের দাম কেজিতে কমেছে ৬০ টাকা। নতুন রসুনের সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


হিলি বাজার ঘুরে দেখা গেছে, কাঁচাবাজারে প্রতি দোকানেই রসুনের ভালো সরবরাহ রয়েছে। বিক্রেতারা জানান, বেচাকেনাও বেড়েছে মসলাজাত পণ্যটির। বর্তমানে প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে মানভেদে ১২০-১৪০ টাকা দরে, যা এক সপ্তাহ আগে ছিল ১৮০-২০০ টাকা।


রমজান ঘিরে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম ঊর্ধ্বমুখী। একই সময়ে রসুনের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে।


শিউলি আকতার নামে এক ক্রেতা বলেন, ‘‌নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগে থেকেই ঊর্ধ্বমুখী। তার ওপর রমজান ঘিরে উত্তাপ আরো বেড়েছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তবে কিছুটা স্বস্তি রসুনের দামে। আগের সপ্তাহের তুলনায় কেজিতে ৬০ টাকা কমেছে। রসুনের সঙ্গে অন্যান্য পণ্যের দামও যেন কমে, সে দাবি জানাচ্ছি।’


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম গণমাধ্যমকে বলেন, ‌রমজান ঘিরে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন না বাড়ে, সে লক্ষ্যে এলাকার হাট ও বাজারের দোকানগুলো মনিটরিং করা হচ্ছে। কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান