তিনি বলেন, আমরা সিঙ্গাপুরের সিটরিয়াম বেনই ইয়ার্ডে সামিটের প্রথম ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রেগাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) এর ড্রাই ডকিং পদ্ধতি দেখে আমরা আনন্দিত। এটি আগামী এপ্রিল নাগাদ মহেশখালী পৌঁছাবে।
সিঙ্গাপুরের সিটরিয়াম বেনই ইয়ার্ডে এফএসআরইউ ইউনিটটি পরিদর্শনের সময় তিনি ছাড়াও সামিট করপোরেশন লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল খান উপস্থিত ছিলেন।
আয়েশা আজিজ খান জানান, প্রথম এ এফএসআরইউ ইউনিটের ধারণ ক্ষমতা এক লাখ ৩৬ হাজার কিউবিক মিটার। এছাড়া এটির রিগ্যাসিফিকেশন ক্ষমতা ৫০০ এমএমসিএফ/ডি। একদম সম্পূর্ণ নতুন অবস্থায় এটিকে আনা হচ্ছে বলেও জানান তিনি।
অর্থসংবাদ/এমআই