নব্বই ইনিংসে লিটনের ১৪ ‘ডাক’

নব্বই ইনিংসে লিটনের ১৪ ‘ডাক’
সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে বোল্ড হয়েছিলেন লিটন দাস। গোল্ডেন ডাকের পর এবার খেলতে পারলেন মোটে ৩ বল। তবে রানের খাতা খুলতে পারেননি। আজও ডাক খেয়েই ফিরেছেন এই ওপেনার। এ নিয়ে মোট ১৪ বার আউট হলেন শূন্য রানে। এর মধ্যে শ্রীলঙ্কার ডাক মেরেছেন মোট চার বার।

প্রথম ওভারের তৃতীয় বলটি স্টাম্পের ওপর গুড লেংথে করেছিলেন দিলশান মাদুশঙ্কা। সেখানে ফ্লিক করেছিলেন লিটন। ফাঁকা জায়গায় খেলতে পারেননি এই ওপেনার। বল চলে যায় সোজা স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা দুনিথ ভেল্লালাগের হাতে। টানা দ্বিতীয় ম্যাচে ডাক খেলেন লিটন।

ওয়ানডেতে টানা দুই ম্যাচে ডাক মারার নজির লিটন আগেও দেখিয়েছেন। গত বছর ইংল্যান্ডের সাথে পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি। ডাক মারার ক্ষেত্রে লিটনের বেশি পছন্দ প্রথম ইনিংস। ম্যাচের প্রথম ইনিংসে লিটন দাস মোট ১১ শূন্য রানে আউট হয়েছেন, যেখানে দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন মাত্র তিনবার।

বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে ‘ডাক’ মারা ক্রিকেটারের তালিকায় লিটন এখন পাঁচ নম্বরে। শীর্ষে আরেক ওপেনার তামিম ইকবাল খান। অবশ্য ওয়ানডের সাবেক অধিনায়ক ১৯ বার শূন্য রানে আউট হওয়ার ঘটনা ঘটিয়েছে ২৪৩ ইনিংসে। সেখানে ৯০ ইনিংসে ১৪ বার রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন লিটন।

তামিম ও লিটনের মাঝে এই তালিকায় একে একে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার (১৮), মোহাম্মদ রফিক (১৫) ও মাশরাফি বিন মর্তুজা (১৫)।

অর্থসংবাদ/ইকবাল

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের