রোববার (১৭ মার্চ) সকালে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সারাদেশের সকল সরকারি অফিস ছুটি। তাই হিলি স্থলবন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি হবে না। আগামীকাল সোমবার সকাল থেকে পুনরায় সব কার্যক্রম চলবে।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল বলেন, ১৭ মার্চ উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি ও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
অর্থসংবাদ/এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                