মাংস কিনতে আসা ক্রেতারা বলেন, কম দামে ভালো মাংস পাচ্ছি। নয়ন হয়ত কম দামে গরু ক্রয় করছে এবং লাভ লাভ কম করছে তাই এই দামে বিক্রি করতে পারছে। তবে মাংসে কোনো সমস্যা দেখছি না।
পুরান ঢাকার আরমানিটোলা কসাইটুলি বাংলা স্কুলের সামনে অবস্থিত ব্যবসায়ী নয়ন আহমেদের দোকানের নাম বিসমিল্লাহ খাশি-গরু সাপ্লাই। যেখানে তিনি বড় ব্যানারে গরুর মাংসের কেজিপ্রতি ৫৮০ টাকা লিখে সাঁটিয়ে রেখেছেন।
ঢাকার মাংসের বাজারে ইতোমধ্যেই আলোচিত হয়ে উঠেছেন খলিলুর রহমান। এবার তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন নয়ন আহমেদ। গত বছরের শেষ দিকে বাজারে যখন ৭০০ থেকে ৭৫০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছিল, তখন খলিলুর রহমান কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসেন।
এবারের রোজায় খলির ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংসের পাশাপাশি ৯০০ টাকা কেজিতে খাসির মাংসও বিক্রি করছেন৷
অর্থসংবাদ/এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                