দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহের ব্যবধানে কমেছে আমদানীকৃত ভারতীয় ছোলা ও খেসারি ডালের দাম। বন্দর দিয়ে পণ্য দুটির আমদানি বেড়ে যাওয়া ও চাহিদা কমায় দাম নিম্নমুখী হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, রমজানকে ঘিরে বন্দর দিয়ে রোজার আগে থেকেই ছোলা ও খেসারি ডাল আমদানি অব্যাহত রয়েছে। আগের তুলনায় আমদানি বেড়েছে। এক সপ্তাহ আগেও হিলি স্থলবন্দরে পাইকারিতে প্রতি কেজি আমদানীকৃত ভারতীয় ছোলা ৯৮-১০০ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এছাড়া খেসারি ডাল প্রতি কেজি ১১২ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। কেজিতে ছোলার দাম ১০ টাকা ও খেসারি ডাল ১২ টাকা কমেছে।
হিলি স্থলবন্দরের ছোলা ও খেসারির ডাল আমদানিকারক আবু হাসনাত খান রনি বলেন, রমজান মাসে ছোলা ও খেসারি ডালের ব্যাপক চাহিদা। তাই রমজানে পণ্য দুটির সরবরাহ স্বাভাবিকের পাশাপাশি দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। কিন্তু সে তুলনায় দেশের বাজারে পণ্য দুটির চাহিদা তেমন হারে বাড়েনি।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সোমবার বন্দর দিয়ে ২৫টি ট্রাকে ৯১০ টন ছোলা ও ১২টি ট্রাকে ৩৯১ টন খেসারি ডাল আমদানি হয়েছে। মঙ্গলবার নয়টি ট্রাকে ৩০৩ টন ছোলা ও ১০টি ট্রাকে ৩৩৬ টন খেসারি ডাল আমদানি হয়েছে। বুধবার সাতটি ট্রাকে ২৪২ টন ছোলা ও পাঁচটি ট্রাকে ১৫২ টন খেসারি ডাল আমদানি হয়েছে।
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                