ম্যাচসেরার দিনে আইপিএলে মুস্তাফিজের যত রেকর্ড

ম্যাচসেরার দিনে আইপিএলে মুস্তাফিজের যত রেকর্ড
চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল অভিষেকেই স্বপ্নের মতো শুরু টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। নিজের প্রথম ১০ ডেলিভারিতেই শিকার করেছেন ৪ উইকেট। ফিজ তাণ্ডবে ধস নামে বেঙ্গালুরুর টপঅর্ডারে। একে একে ফিরিয়েছেন ফ্যাফ ডু প্লেসি, রজত পতিদার, বিরাট কোহলি ও ক্যামরুন গ্রিনদের।

নিজের পারফরম্যান্সের মধ্য দিয়ে এদিন একাধিক রেকর্ডও গড়েছেন বাঁহাতি ফাস্ট বোলার। জাতীয় দল সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে ৫০ উইকেটের ক্লাবে নিজের নাম লেখালেন ফিজ।

এছাড়া আজ নিজের কোটার শেষ ওভারে কিছুটা খরুচে হলেও ৪ ওভার বল করে ৭.২৫ ইকোনমিতে রান দিয়েছেন ২৯। উইকেট শিকার করেছেন ৪টি। আইপিএলে যা নিজের সেরা বোলিং ফিগার।

আইপিএলে মুস্তাফিজুর রহমানের সর্বসাকুল্যে ইকোনমি ৭.৯১। কমপক্ষে ৫০ উইকেট নেওয়া আইপিএলে বিদেশি পেসারদের মধ্যে যা পঞ্চম সেরা। শীর্ষে রয়েছেন দক্ষিন আফ্রিকার ডেইল স্টেইন।

শুধু এখানেই শেষ নয়। বাংলাদেশি হয়ে আইপিএলে দুইবার ম্যান অব দ্যা ম্যাচ জিতেছেন মোস্তাফিজ। যা তার থেকে বেশি ম্যাচ সাকিবের সমান।

২০১৬ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে নাম লেখানোর পর প্রায় সব আসরেই ছিলেন মুস্তাফিজ। হায়দরবাদের পর খেলেছেন মুম্বাই, রাজস্থান ও দিল্লি ঘুরে সর্বশেষ এবার চেন্নাইতে নাম লিখিয়েছেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের