শনিবার (২৩ মার্চ) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এখন কোনো রাজনৈতিক কোনো ইস্যু না থাকায় বিএনপি ভারত বিরোধিতা শুরু করেছে। সিঙ্গাপুরে বসে মির্জা ফখরুল দমননিপীড়নের খবর নিচ্ছে। বিএনপি ইফতার খাওয়ার পার্টি করে, আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করে।
কাদের আরও বলেন, ইফতার বিতরণ কার্যক্রম ঢাকা শহরে ছড়িয়ে দিতে হবে। নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তবে এখন অনেক কিছু দাম কমতে শুরু করেছে। আরও কমবে।
অর্থসংবাদ/এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                