ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার (২৪ মার্চ) এবি ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮০ পয়সা বা ৭ দশমিক ৯২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা নিউ লাইন ক্লোথিংসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ০৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।
রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আফতাব অটো, রতনপুর স্টিল, কর্ণফুলী ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, এইচ আর টেক্সটাইল, একটিভ ফাইন কেমিক্যালস এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।
অর্থসংবাদ/এমআই