বাংলালিংকের আয় বেড়েছে ১৪.৪ শতাংশ

বাংলালিংকের আয় বেড়েছে ১৪.৪ শতাংশ

মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের বার্ষিক আয় আগের বছরের চেয়ে ১৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ফোর–জি গ্রাহকও বেড়েছে সাড়ে ২৪ শতাংশ।


রবিবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক এসব তথ্য জানিয়েছে। বাংলালিংক বলছে, তাদের বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫০ কোটি টাকায়। প্রতিষ্ঠানটি তাদের এই আয় বৃদ্ধির কারণ হিসেবে বলছে ফোর–জি গ্রাহক সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি। তাদের ফোর–জি গ্রাহক ২৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ কোটি ফোর-জি গ্রাহকে পৌঁছেছে।


এ ছাড়া তাদের ‘ডিজিটাল অপারেটর ১৪৪০’ কৌশলের মাধ্যমে প্রতি মিনিটে গ্রাহকদের সঙ্গে যুক্ত থাকা এবং দেশব্যাপী নেটওয়ার্কের উল্লেখযোগ্য সম্প্রসারণও আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তাদের টাওয়ার সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজারের বেশি। বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৪ কোটি ৩৫ লাখ।


বাংলালিংক জানায়, ডিজিটাল সেবায় সক্ষমতা বাড়াচ্ছে বাংলালিংক। বাংলালিংকের মাইবিএল সুপার অ্যাপ দেশের টেলিকম খাতের প্রথম সুপার অ্যাপ, যা অন্য মোবাইল অপারেটরের গ্রাহকেরাও ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ব্যবহারে মানুষের প্রাত্যহিক জীবন আরও সহজ করেছে। গুগল প্লে স্টোরের লাইফস্টাইল বিভাগে শীর্ষ স্থান অর্জন করেছে মাইবিএল সুপার অ্যাপ। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে এই অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৮০ লাখ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা