১৫ বছরের বেশি বয়সীদের ৭৪ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করে

১৫ বছরের বেশি বয়সীদের ৭৪ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করে

দেশের ১৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারকারী ৭৪ দশমিক ২ শতাংশ। এ বয়সীদের মধ্যে ৫০ দশমিক ১ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন। এর আগে ২০২২ সালে যা ছিল ৭৩ দশমিক ৮ শতাংশ। তবে ৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারকারী ৫৯ দশমিক ৯ শতাংশ।


রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ এর প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন। তিনি জানান, ২০২৩ সালে বিদেশে যাওয়া অথবা আন্তর্জাতিক অভিগমনের হার ৮ দশমিক ৭৮ শতাংশ। যা ২০২২ সালে ছিল ৬ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে ২০২৩ সালে পুরুষদের বিদেশ যাওয়ার হার ১৬ দশমিক ৩৯ শতাংশ, ২০২২ সালে যা ছিল ১২ দশমিক ১৭ শতাংশ। নারীদের বিদেশে যাওয়ার হার ২০২৩ সালে এক দশমিক ৪৪ শতাংশ, যা ২০২২ সালে ছিল এক দশমিক ১৮।


২০২৩ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আগমনের হার কমেছে শূন্য দশমিক ৬০ শতাংশ। ২০২৩ সালে বাংলাদেশে পুরুষদের আগমনের হার ৪ দশমিক ৩৬, যা ২০২২ সালে ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ। তবে বাংলাদেশে আসা নারীদের হার একই আছে, শূন্য দশমিক ৪৬ শতাংশ।


বিবিএস জানায়, এক বছরের ব্যবধানে প্রবাসে যাওয়ার প্রবণতা বেড়েছে ২ দশমিক ১৭ শতাংশ। বিদেশে যাওয়ার এই হার ২০২১ সালে ছিল ৩ দশমিক শূন্য ৪ শতাংশ, ২০২০ সালে যা ছিল এক দশমিক ৫৯ এবং ২০১৯ সালে ছিল ২ দশমিক ৯৪ শতাংশ।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা