ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির পরিচালক নুরজাহান হুদার তিনটি ভিন্ন বিও হিসাবে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৫ লাখ ২৬ হাজার ৩১৫টি শেয়ার তার ছেলে ইআই ইদ্রিস হুদাকে উপহার হিসাবে প্রদান করেছেন। ইদ্রিস হুদা কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারী।
গত ৪ মার্চ তিনি আলোচ্য শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।
অর্থসংবাদ/এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                