দেশে পুরুষের চাইতে নারীরা বেশি দিন বাঁচেন

দেশে পুরুষের চাইতে নারীরা বেশি দিন বাঁচেন

দেশে ৮০ ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


রোববার (২৪ মার্চ) 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩: গুরুত্বপূর্ণ ফলাফল' শীর্ষক ওই প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে ৮০ ও তদূর্ধ্ব বয়সী পুরুষের সংখ্যা দেশে মোট পুরুষের সংখ্যার ০.৯ শতাংশ। অন্যদিকে, একই বয়সী নারীর সংখ্যা দেশে মোট নারীর সংখ্যার ১.০ শতাংশ। অর্থাৎ, দেশে পুরুষদের চাইলে নারীদের আয়ুষ্কাল বেশি বলে উঠে এসেছে প্রতিবেদনে।


বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩ অনুসারে, জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর ভিত্তিতে ১ জানুয়ারি ২০২৪ সালে প্রাক্কলিত বাংলাদেশের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখের বেশি। এরমধ্যে নারী সংখ্যা ৮ কোটি ৭৩ লাখ এবং পুরুষের সংখ্যা ৮ কোটি ৪২ লাখ। অর্থাৎ, দেশে পুরুষের চেয়ে নারীরা সংখ্যায়ও ৩১ লাখ বেশি।


রবিবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।


প্রতিবেদনের ফলাফলে আরও জানা যায়, দেশে ৫ বছরের বেশি বয়সী মোবাইল ফোন ব্যবহারকারী জনসংখ্যার হার ২০২৩ সালে ৫৯.৯ শতাংশে দাঁড়িয়েছে। তবে, ১৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই হার ২০২২ সালের ৭৩.৮ শতাংশের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়ে ৭৪.২ শতাংশ হয়েছে।


২০২৩ সালে ১৫ বছরের বেশি বয়সী ইন্টারনেট ব্যবহারকারীর হার দাঁড়িয়েছে ৫০.১ শতাংশে।


এছাড়া, দেশের মানুষের গড় আয়ু ২০২৩ সালে কিছুটা কমে ৭২.৩ বছর হয়েছে, যা ২০২২ সালে ছিল ৭২.৪ বছর।


প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা