করোনার ভ্যাকসিন আনতে চার দিনের মধ্যে চুক্তি

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন আনার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে আগামী চার দিনের মধ্যে চুক্তি করা হবে।

এসময় করোনার কারণে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীন এক হাজার জনগণের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপে ফের করোনা বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশেও শীতের সময় বৃদ্ধি পেতে পারে। এ অস্থায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহ্বান জানান তিনি।

দেশের স্বাস্থ্য সেবা ভাল উল্লেখ করে জাহিদ মালেক বলেন, দেশের মানুষ স্বাস্থ্য বিধি মেনেছে বলেই ভাল আছে। চার কোটি দরিদ্র মানুষকে করোনার সময় সরকার সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

করোনার এ উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও অর্থনৈতিক অবস্থা সচল রাখতে সকল কারখানা খুলে দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা