বিদায়ী সপ্তাহে (২৪ মার্চ–২৮ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকের পতন হয়েছে। আলোচ্য সপ্তাহজুড়ে সূচকের সঙ্গে বাজার মূলধন কমেছে ১৩ হাজার কোটি টাকার বেশি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৫৪০ কোটি টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ২২৯ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৩১১ কোটি টাকা বা ১ দশমিক ৯২ শতাংশ।
আলোচিত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৯৭৫কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ৩৮ লাখ টাকা।
সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬৩ দশমিক ৩৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৫ হাজার ৯৪১ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসইএস’ সূচক ৩৮ দশমিক ৪৯ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ৪৬ দশমিক ৬৩ পয়েন্ট।
আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির। আর ৩৪৩টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ১৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                