বিসিবিও আকবর আলীর মত সম্ভাবনাময়ী ক্রিকেটারদের পরিচর্যার কাজটা করে যাচ্ছে খুব যত্নের সঙ্গে। করোনার মধ্যেই অনুশীলন ক্যাম্প চালিয়ে যাওয়া, ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করার পর হাইপারফরম্যান্স ইউনিটের ক্রিকেটারদের আলাদা ক্যাম্পের আয়োজন করেছে। যে ক্যাম্পে অংশ নিচ্ছেন আকবর আলীর মত সম্ভাবনাময়ী তরুণরা।
ইংলিশ কোচ টবি র্যাডফোর্ডের অধীনে এইচপিএর ক্যাম্পে নিজেদের তৈরি করে নিচ্ছেন তরুণ ক্রিকেটাররা। সেখানকার অভিজ্ঞতা এবং নিজের লক্ষ্য নিয়ে আজ মিডিয়ার মুখোমুখি হলেন বিশ্বজয়ী যুব দলের অধিনায়ক আকবর আলী। জানালেন, তার নতুন লক্ষ্যের কথা।
ক্যাম্পের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আকবর আলী বলেন, ‘ক্যাম্প তো আসলে উন্নতির জন্যই। সিম্পল, এখানে বেসিক আগের মতই। আগে যেখানে ছিলাম সেখান থেকে উন্নতি করাটাই মূল লক্ষ্য। কয়েকদিন হল, ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ।’
কেমন লাগছে এইচপি ক্যাম্প? জানাতে গিয়ে আকবর আলী বলেন, ‘আমি যেটা অনুভব করি, সেটা হল যেখানেই থাকি সেখানেই উপভোগ করার চেষ্টা করি। সেখান থেকেই বেশিরভাগ শেখার চেষ্টা করি, এখন এইচপিতে আছি তো এখান থেকেই মেক্সিমাম শেখার চেষ্টা করছি, এখানেই যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি।’
কয়েকদিন আগেই বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলেছেন। এখন আছেন এইচপি ক্যাম্পে। পার্থক্যটা কেমন মনে হচ্ছে? জানতে চাইলে আকবর আলী বলেন, ‘আমার মনে হয় যে পার্থক্যটা হল ইন্টেনসিটি। আর এখানে প্রতিযোগিতাটা একটু বেশি। এখানে বয়সের সীমাবদ্ধতা কম, সিনিয়র ক্রিকেটারদের সাথে খেলছি। তো আমার মনে হয় এখানে আমাদের আরও প্রতিদ্বন্দ্বী হতে হবে।’
বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আকবর আলী বলেন, ‘ব্যক্তিগতভাবে একটা কঠিন অভিজ্ঞতা হয়েছিল; কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এক সপ্তাহের বেশি সময় ছিলাম একসাথে, অনেক ইতিবাচক জিনিস আমরা শিখতে পেরেছি। আমি তামিম ভাইয়ের দলে ছিলাম, তামিম ভাই, মিঠুন ভাই, বিজয় ভাই উনাদের সাথে অনেক কথা হয়েছে। তাদের কাছ থেকে যটটা সম্ভব আমি জানার চেষ্টা করেছি। তারাও অনেক ভালো ভালো ভাবনা দিয়েছে। আমি আশা করি তাদের কথাগুলো কিংবা তাদের সে অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো ‘