ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (১ এপ্রিল) মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৩ দশমিক ৯২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস পিএলসি বা আইটিসি।
সোমবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ই-জেনারেশন, ট্রাস্ট ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, কে এন্ড কিউ, ফার কেমিক্যাল, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক ফান্ড এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
অর্থসংবাদ/এমআই