ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২ এপ্রিল) এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩০ পয়সা বা ৬ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৩ দশমিক ৪৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
মঙ্গলবার দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ড্যাফোডিল কম্পিউটার, সানলাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স এবং রেনেটা পিএলসি।
অর্থসংবাদ/এমআই