সূত্র অনুযায়ী, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা রাজধানীর পূর্বাচলে ১৫ দশমিক ৮৬ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় হবে ২৪ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা। বাংলাদেশ ব্যাংকের অনুমতিসাপেক্ষে এ ক্রয় সম্পন্ন করা হবে।
জানা যায়, শাহজালাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় বর্ধনে নতুন জমির কেনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া জমির ঠিকানা- সেক্টর ০৪, রোড- ২২৬, প্লট ৩৩, পূর্বাচল নিউ টাউন।
এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                