রাঙামাটির ব্যাংকগুলোতে বাড়তি নিরাপত্তা

রাঙামাটির ব্যাংকগুলোতে বাড়তি নিরাপত্তা
বান্দরবানের কেএনএফের ব্যাংক ডাকাতির ঘটনায় রাঙামাটির ব্যাংকগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে জেলার ১০ উপজেলার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

বান্দরবানের সঙ্গে লাগোয়া উপজেলাগুলোতে বিশেষ করে বাড়তি নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে। রাঙামাটির জুরাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, বরকল, বাঘাইছড়ি উপজেলাগুলোর ব্যাংকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা। এ সকল উপজেলাগুলোতে প্রধানত সোনালী, কৃষি ও পল্লীসঞ্চয় ব্যাংক রয়েছে। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলার ব্যাংকগুলোতেও নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, বান্দরবানের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে রাঙামাটির ব্যাংকসহ যেসব আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে আমরা নিরাপত্তা বাড়িয়েছি। যেসব জায়গায় পুলিশ নিয়োজিত আছে সেগুলোতে সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি প্যাট্রোলিং, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া অন্যান্য যেসব সংস্থা এখানে নিরাপত্তায় কাজ করছে তাদের সঙ্গে সমন্বয় ও ব্যাংকগুলোতে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। রাঙামাটিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা