সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস

বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ-০৪ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। তাতে সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।


ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।


তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৪২ শতাংশ অবদান শাইনপুকুরের সিরামিকসের।


লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিদায়ী সপ্তাহে গড় লেনদেন ছিলো ২০ কোটি ১১ লাখ টাকা।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহজুরে প্রতিদিন গড়ে মালেক স্পিনিংয়ের ১৯ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরটরিজের ১৫ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১২ কোটি ৭৯ হাজার ৪০ টাকা, এমারেল্ড অয়েলের ১১ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকের ১০ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকা, গোল্ডেন সনের ৯ কোটি ৯৯ লাখ টাকা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন