চলমান আসরে ৯ ম্যাচ শেষে টপে রয়েছে আবাহনী। দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন জাতীয় দল থেকে আবাহনী স্ট্রং। আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, 'কালকে শান্তকে হাসতে হাসতে বলছিলাম তোর জাতীয় দল থেকে আমার আবাহনী এখন স্ট্রং।'
লিটন ব্রেক চেয়েছে আবাহনী থেকে সে বিষয়ে সুজন বলেন, 'জাকের এবং লিটন একটা ব্রেক চেয়েছে। লিটন বাংলাদেশের সেরা খেলোয়াড় এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি লিটনের ব্যাটিং সবসময় পছন্দ করি। লিটনের ব্যাটিং দেখা অন্যরকম একটা ব্যাপার। আমি মনে করি মানসিকভাবে একটু ব্লক আছে রান করেনি প্রেশার থাকে।'
'যেহেতু আমার এখন একটা ওই ফ্লেক্সিবেলেটি না থাকতো তাহলে লিটনকে ব্রেকটা দিতাম না সত্যি কথা বলতে আবাহনীতে। আমার ফ্লেক্সিবেলেটি আছে যে ব্যাটিং অর্ডার আমি লিটনকে বলেছি একটা ব্রেক নিয়ে আসুক কাম ফ্রেশ। ও হয়তো লিগের ম্যাচগুলো খেলবে না, সুপার লিগ থেকে খেলবে তখন থেকেই লিটনকে পাবো পুরোটায়।'-যোগ করেন সুজন।
এমআই