জাতীয় দল থেকে আবাহনী টিম স্ট্রং: সুজন

জাতীয় দল থেকে আবাহনী টিম স্ট্রং: সুজন
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) সবসময় তারকা নির্ভর দল গঠন করে আবাহনী। এবারের আসরেও তার ব্যতিক্রম নয়। তারকা সব ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে আকাশী শিবির। নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, জাকের আলি অনিকরা রয়েছেন এবারের দলে।

চলমান আসরে ৯ ম্যাচ শেষে টপে রয়েছে আবাহনী। দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন জাতীয় দল থেকে আবাহনী স্ট্রং। আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, 'কালকে শান্তকে হাসতে হাসতে বলছিলাম তোর জাতীয় দল থেকে আমার আবাহনী এখন স্ট্রং।'

লিটন ব্রেক চেয়েছে আবাহনী থেকে সে বিষয়ে সুজন বলেন, 'জাকের এবং লিটন একটা ব্রেক চেয়েছে। লিটন বাংলাদেশের সেরা খেলোয়াড় এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি লিটনের ব্যাটিং সবসময় পছন্দ করি। লিটনের ব্যাটিং দেখা অন্যরকম একটা ব্যাপার। আমি মনে করি মানসিকভাবে একটু ব্লক আছে রান করেনি প্রেশার থাকে।'

'যেহেতু আমার এখন একটা ওই ফ্লেক্সিবেলেটি না থাকতো তাহলে লিটনকে ব্রেকটা দিতাম না সত্যি কথা বলতে আবাহনীতে। আমার ফ্লেক্সিবেলেটি আছে যে ব্যাটিং অর্ডার আমি লিটনকে বলেছি একটা ব্রেক নিয়ে আসুক কাম ফ্রেশ। ও হয়তো লিগের ম্যাচগুলো খেলবে না, সুপার লিগ থেকে খেলবে তখন থেকেই লিটনকে পাবো পুরোটায়।'-যোগ করেন সুজন।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের