বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় আড়াই কোটি টাকা

বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় আড়াই কোটি টাকা

পবিত্র ঈদুল ফিতরের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। তবে আজ সোমবার (৮ এপ্রিল) সকাল‌ থেকে মহাসড়কের কোথাও কোনো প‌রিবহনের ধীরগ‌তি দেখা যায়‌নি। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৯ হাজার ৭০০ যানবাহন পারাপার হয়েছে; এর থেকে টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, শনিবার (৬ এপ্রিল) রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুতে ২৯ হাজার ৭০০‌টি প‌রিবহ‌ন থেকে ২ কো‌টি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ১৫ হাজার ৮৬ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ১৮ লাখ ৫৪ হাজার ৫০ টাকা, আর বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ১৫ হাজার ৬৯৪টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৩২ লাখ ৩৫ হাজার ১৫০ টাকা।


এর আগে শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৮ হাজার ৭১০টি যানবাহন পারাপার হয়েছে। এর থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী মোট ২৪ হাজার ১৮টি যানবাহন পারাপার হয়। এ থেকে ২ কোটি ১১ লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়। এই ২ দিনে সেতু দিয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি চলাচল করেছে।


বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, ঈদের ছুটি কাটাতে সকাল থেকেই দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি বেড়েছে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা। গণপরিবহন সংকটে খোলা ট্রাক, বাস ও পিকআপভ্যানে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে রওনা দিয়েছেন অনেককেই।


এ দিকে মধ্যরাতে বঙ্গবন্ধু সেতুর ওপর গাড়ি বিকল ও মহাসড়কের কালিহাতীর ভাবলা এলাকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটলেও মহাসড়কে যানজট দেখা যায়নি। তবে গত দুদিনের তুলনায় আজ যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে। তবে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা