জীবনে প্রথম ভোট দিলাম, আমাকে কেউ আটকাতে পারবে না: ইশরাক

জীবনে প্রথম ভোট দিলাম, আমাকে কেউ আটকাতে পারবে না: ইশরাক
“আমাকে কোনো কিছু আটকাতে পারবে না। আমি মুক্তিযোদ্ধার সন্তান। বাড়ি থেকে আল্লাহর নাম নিয়ে বের হয়েছি।”

ভোটদান শেষে এই কথা বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার সকাল ৯টার দিকে আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন ইশরাক। জানান, বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়েছেন তিনি।

বলেন, “আমি জীবনের প্রথম ভোট দিলাম। আলহামদুলিল্লাহ। ধানের শীষে ভোট দিয়েছি।”

অভিযোগ করেন, রাতে বিভিন্ন কেন্দ্রে সিসি ক্যামেরার কানেকশন কেটে দেওয়া হয়েছে। এর প্রমাণ তার হাতে রয়েছে। একটি কেন্দ্রে রাতে অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধ করা হয়েছে। একে ‘জনগণের বিজয়’ বলে উল্লেখ করেন।

জানান, কোনো কোনো কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ম্যাজিস্ট্রেটদের বিষয়টি অবহিত করা হয়েছে। সারা দিন তিনি কেন্দ্রে কেন্দ্রে যাবেন।

ইশরাক জানান, ইভিএমে প্রথমবারে ভোট দিতে পেরেছেন। তার মানে এই নয় প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ নয়। পুরো বিষয়টি পরে বোঝা যাবে। তিনি বলেন, “বিষয়টি আমাকে তিনবার বুঝে আসতে হয়েছে। প্রান্তিক মানুষ কীভাবে বুঝবে?”

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা